
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' এর প্রভাব এবার আইপিএলে। ধর্মশালা থেকে সরল পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। রবিবার আহমেদাবাদে হবে এই ম্যাচ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল এই খবর জানান। তিনি বলেন, 'মুম্বই এবং পাঞ্জাবের মধ্যে ম্যাচ এবার আহমেদাবাদে খেলা হবে।' ধর্মশালা সহ অন্যান্য বিমানবন্দর বন্ধ করে দেওয়ায়, মুম্বই থেকে ধর্মশালায় পৌঁছতে পারবে না রোহিত, হার্দিকরা। বুধবার বিকেলে রওনা হওয়ার কথা ছিল মুম্বইয়ের। কিন্তু বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বিকল্প ব্যবস্থা ভাবতে হয়।
পাঞ্জাব-মুম্বই ম্যাচের সুরাহা হলেও, এখনও দিল্লি এবং পাঞ্জাব ম্যাচের ভবিষ্যত অন্ধকারে। ধর্মশালা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তাঁদের পরের ম্যাচ ১১ মে। বিমানবন্দর বন্ধ থাকায় দুই দলকেই সড়ক পথে দীর্ঘ যাত্রা করতে হবে। তাই সমস্ত বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ট্রেন যাত্রার কথাও ভাবা হবে। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। দুটো ম্যাচের মধ্যে বেশি সময় না থাকায়, প্লেয়ারদের সুবিধার কথা ভাবা হবে। এক কর্তা বলেন, 'প্লেয়ারদের সুবিধার কথা আমাদের মাথায় রাখতে হবে। ছোট বাসে দুই ভাগে পাহাড় অঞ্চল থেকে ক্রিকেটারদের আনা হবে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। বিকেলের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যাচ শেষের পরই দুই দলকে বেরিয়ে পড়তে হতে পারে। মাঠ থেকে দুই ঘণ্টার দূরত্বে রেল স্টেশন রয়েছে। সেটাও ভাবা হচ্ছে। প্লেয়ারদের সুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।' প্রাথমিকভাবে এই দুটো ম্যাচকে নিয়েই সমস্যা।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?